আনোয়ারায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে আড়াই লক্ষ টাকা জরিমানা
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ ভাবে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে হায়দার ইসলাম নামের এক ব্যক্তিকে আড়াই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার রায়পুর দক্ষিণ পরুয়া পাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের নেতৃত্ব অভিযান পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, বালুমহল ও মাটি ব্যাস্থাপনা আইন ২০১০ অনুযায়ী কৃষি জমির টপসয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে আড়াই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।