আনোয়ারায় কুরআনের হাফেজদের পাগড়ী প্রদান
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠান "দারুত তাকওয়া লি তাহফিজিল কুরআনিল কারীম" মাদ্রাসার হিফয সম্পন্নকারী ৩৩ জন হাফেজদের পাগড়ী-সনদ প্রদান করা হয়েছে।
এই উপলক্ষে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বটতলীতে অবস্থিত মাদরাসা হলরুমে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদরাসা পরিচালক হাফেজ মুহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ইমাম শপিং সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব জামাল উদ্দীন সওদাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাফকো কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হোসাইন,পশ্চিমচাল ইসলামিয়া কামিল(এম.এ) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম,মাওলানা আবুল কালাম,চাতুরী ওয়ান মাবিয়া সিটি সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী,নেজাম উদ্দীন সওদাগর, জাহাঙ্গীর সওদাগর,সাবের আহমেদ,সাংবাদিক মহিউদ্দীন মনজুর প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কামরুদ্দীন বলেন,দীর্ঘ নয় বছর আগে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। তারাই ধারাবাহিকতায় এই বছর ৩৩ জন ছাত্র কুরাআনে হাফেজ হয়েছে। বিগত নয় বছরে এই পর্যন্ত ১০৮ জন ছাত্র এই প্রতিষ্ঠান থেকে কুরআন হিফয শেষ করেছেন।
উল্লেখ্য যে, অনুষ্ঠান শেষে বিশেষ অতিথি মাওলানা আবুল কালামের মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল এবং সু-স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।