আনোয়ারায় এনডিএম’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম -১৩ আসন (আনোয়ারা-কর্ণফুলী) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কর্তৃক আয়োজিত ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯শে এপ্রিল) আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘীর সংলগ্ন টানেল রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি মো: এমরান চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অনেক রক্তচক্ষু আর প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করে রাজনৈতিক দল হিসাবে সফল আত্মপ্রকাশ করেছিলো এনডিএম। কণ্টকাকীর্ণ পথচলায় আমরা সবসময় মহান আল্লাহ’র উপর ভরসা করেছি এবং জনগণের সমর্থন আদায়ে চেষ্টা করে যাচ্ছি।এদেশের লক্ষ-কোটি স্বপ্নবাজ তরুণদের আবেগ আর ভালোবাসাকে পুঁজি করে তারুণ্যের শক্তিতে এগিয়ে যাচ্ছে এনডিএম। আমরা বিশ্বাস করি, আমাদের দলীয় প্রতীক “সিংহ” মার্কার বিজয়ই হবে গণতন্ত্রের বিজয়।”
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনডিএম এর সহ সভাপতি মোঃ আলী, দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক সহ আনোয়ারা