আনোয়ারায় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

আনোয়ারায় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

মো আরাফাত আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় নিত্য পণ্যের বাজার মনিটরিংয়ে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

১৮ সেপ্টেম্বর সোমবার বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার চাতরী চৌমুহনী বাজার ও সদর ইউনিয়নের জয়কালী বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল্লাহ আল মুমিন।

এ সময় পৃথক অভিযানে মূল্য তালিকা না রাখা, মজুত পণ্যের বিল ভাউচার না রাখা, বেশি দামে পণ্য বিক্রয়, ফুটপাত দখলসহ বিভিন্ন অপরাধে ২১ টি মামলায় ৬১৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন বলেন, অভিযান কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও দণ্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় শাস্তি প্রদান করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যে আলু, পেয়াজ, ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্য যেন বিক্রয় করা হয় এবং মজুত করে যেন মানুষের হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *