আনোয়ারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহের বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি,জনপ্রিয় এ চেয়ারম্যানের রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে বিভিন্ন অসত্য অভিযোগ তুলে ধরে বানোয়াট সংবাদ প্রকাশ করা হচ্ছে। প্রকাশিত বানোয়াট সংবাদে আবু তাহেরের বরাত দিয়ে দাবি করা হয়েছে যে,‘ভুক্তভোগী আবু তাহের ইউপি চেয়ারম্যানকে বিরোধীয় জমির বিষয়ে অভিযোগ দিলে তার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করা হয়। ইউপি চেয়ারম্যানের দাবিকৃত টাকা দেওয়ার পরও বিচার না করে উল্টো ইউপি সদস্য খলিলুর রহমানের মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। বোয়ালিয়া এলাকায় ক্ষমতার প্রভাব খাটিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল করা হয়েছে। তবে সরেজমিন গিয়ে অনুসন্ধানে ওই অভিযোগের সঙ্গে চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। স্থানীয় মো.ইউনুছ,মোহাম্মদ খলিল,আবদুল গফুরসহ এলাকার কয়েকজন বাসিন্দা জানান,‘মৌরশী সম্পত্তির মালিকরাই ওই জায়গায় দখলে আছে। মূলত আবু তাহেরের অসৎ উদ্দেশ্যকে পাত্তা না দেওয়ায় চেয়ারম্যানকে হেয়প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে।প্রকৃতপক্ষে ব্যক্তিগত আক্রোশ থেকেই এমন কাল্পনিক অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন,‘একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে,আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের অভিযোগ এনে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে চলেছে। একই সঙ্গে গণমাধ্যমগুলোকে অনুরোধ করছি অসত্য তথ্যসংবলিত মিথ্যা সংবাদ পরিবেশন না করতে।থ আইন উপেক্ষা প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান বলেন,‘দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা ও অন্যায়,অনিয়ম,দুর্নীতি,মাদক,জুয়া,ভূমি দখল,বৃক্ষ নিধনসহ যেকোনো অপরাধের প্রতি ঘৃণা রেখেই আমার পথচলা। এ ছাড়া আমি একজন নির্বাচিত ইউপি চেয়ারম্যান। সরকার আমাকে গেজেট দিয়েছে। তাই আইন অনুসারে নিয়ম মেনে নৈতিক ও পেশাগত দায়িত্ব থেকে সততা,নিষ্ঠা ও সাহসিকতার সহিতই সকল কাজ পরিচালনা করে আসছি। কিন্তু দুŦখের বিষয়,সম্প্রতি সমাজের কতিপয় ব্যক্তি আমার প্রতিপক্ষের ইশারায় সম্পূর্ণ মিথ্যা ঘটনার বিবৃতি স্থাপন করে আমার বিরুদ্ধে মারাত্মক রকমের অপপ্রচার চালাচ্ছে।