আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করলেন প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুরুল ইসলাম
৯ ডিসেম্বর, শনিবার দুপুর ১২টায় আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউট
পরিদর্শনে আসেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি, নোমান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব। এসময় উপস্থিত ছিলেন উনার সুযোগ্য কন্যা, দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সা'দ গ্রুপের ডিএমডি, নারী শিল্পোদ্যোক্তা নূরে -ইয়াছমিন ফাতেমা ও আধুনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দুই মহান আলোকিত ব্যক্তিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলেজের পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ।
পরিদর্শনকালে আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব বলেন - আমি এই প্রতিষ্ঠানকে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যায় ব্যক্ত করেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে টেকনিক্যাল শিক্ষার বদৌলতে আগামীতে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে এলাকার শিক্ষাবিদ ও সচেতন নাগরিকগণ মনে করছেন।