আধুনগর ইউনিয়ন পরিষদে মিনি ট্রাকের চাপায় এক শ্রমিক নিহত।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদে চাউল গাড়ি ভর্তি মিনি ট্রাকের চাপায় সোহেল (২০) নামে একজন শ্রমিক নিহত।
নিহত শ্রমিক সোহেল, বান্দরবান জেলার আজিজ নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কলাতলি পাড়ার মৃত মোস্তাক আহমেদ পুত্র।
১৮ ই জুলাই সকাল ১১ টার সময় আধুনগর ইউনিয়ন পরিষদে এই দূর্ঘটনা ঘটে।
ঘটনার প্রতক্ষদর্শীরা জানান, সরকারি বরাদ্দ কৃত চাউল নিয়ে একটি মিনি ট্রাক আধুনগর ইউনিয়ন পরিষদে যাই, চাউল নামানোর জন্য ট্রাক সামনে থেকে পেছনে দিলে রাস্তার একাংশ দেবে যাই সেই সময় নিহত শ্রমিক রাস্তার পাশে দেওয়া রেলিং ও ট্রাকের মধ্যে খানে চাপা পড়ে।অন্য শ্রমিকরা সাথে সাথে উদ্ধার করার জন্য এগিয়ে আসে এবং দ্রুত ফায়ার সার্ভিস কে খবর। ফায়ার সার্ভিসের সহয়তা সোহেল কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
চুনতী ফায়ার সার্ভিস মাস্টার জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা ফায়ার সার্ভিসের একটি
টিম ঘটনা স্থলে গিয়ে মিনি ট্রাক ও রেলিং এর মধ্যে খানে চাপা পড়া শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিই।