আক্কেলপুরে দুস্থ অসহায় অসুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ
কাজী রিপন,আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ,অসহায় কর্মহীন অসুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে পৌর শহরের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে চেক বিতরণী অনুষ্ঠানের সভাপতি আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলীর সভাপতিত্বে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পাঠানো এসব আর্থিক অনুদানের চেক বিতরণ করেন-অনুদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট সুপারিশকারী আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান ও জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব আহসান কবির এপ্লব।
এসময় ১২ জন দুস্থ,অসহায় কর্মহীন রোগীদের সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ৪ লাখ ৮০ হাজার টাকা অনুদানের চেক গুলো আনুষ্ঠানিক ভাবে তাদের মাঝে বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,আক্কেলপুর পৌরসভার মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা সুলতানা মলি,জয়পুরহাট জেলা পরিষদের সদস্য মাজারুল ইসলাম লিটন,উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজসেবা সম্পাদক,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান মুন,তিলকপুর ইউপি চেয়ারম্যান সেলিম মাহমুদ সজল,পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান,পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ আব্দুর রহিম স্বাধীন মাস্টার,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ স্বপন-এমপির ব্যক্তিগত সহকারী এবিএম ইমরুল হাসান সৈকত, গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এমএম ইসলাম বিটু,উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।