আওয়ামী লীগ সরকার ভাগ্যের উন্নয়ন করেছে- ভূমিমন্ত্রী

আওয়ামী লীগ সরকার ভাগ্যের উন্নয়ন করেছে- ভূমিমন্ত্রী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৯০ চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি তার নির্বাচনী জনসভায় বলেন, বারশত একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। আজকে উন্নয়নে মহাসড়কে এই এলাকা, এখানো কিছু কিছু কাজ বাকি আছে। আমার উপর আস্থা রাখুন আমি নির্বাচিত হলে বাকি কাজ গুলো করে দিবো। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করছে তা আমরা কল্পনাও করতে পারিনি। এই আওয়ামী লীগ সরকার সবসময় ভাগ্যের উন্নয়ন করেছে পরিবর্তন করেছে। বঙ্গবন্ধু ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত, অসম্প্রদায়িক যে স্বাধীনতার ডাক দিয়েছে তারই কন্যা আজ দেশকে গর্ব করার মতো একটা অবস্থানে নিয়ে এসেছে।

মন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা চাই নির্বাচন না করে ক্ষমতায় আসার জন্য৷ কারণ তারা জানে তাদের আগের সেই অবস্থান নাই। তাই তারা নির্বাচনে আসতে ভয় পায়। ক্ষমতায় আসা এত সহজ নয় কারণ আওয়ামী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া (রাঃ) উচ্চ বিদ্যালয়ে বারশত ইউনিয়ন আওয়ামী লীগ উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মহি উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মঈন উদ্দীন গফুর খোকনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, এম এ হান্নান চৌধুরী মঞ্জু, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা চৌধুরী ফরিদ, সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, মন্ত্রীর জামাতা আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা মোকতার আহমেদ, সাবের আহমেদ, সমর কান্তি নাথ,এম এ রশিদ, আবু হানিফা, আমিনুল হক আমিন, মাওলানা কাজী জাফর, আবু হানিফ নোমান, মোঃ শাহজাহান, বজলুর রহমান, মোঃ মহিউদ্দিন, আয়াতুল ইসলাম,

এদিন বিকেল ৪টায় রায়পুর দোভাষী বাজারে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আরেকটি জনসভা অনুষ্ঠিত হয় যেখানে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন শরীফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় আওয়ামী লীগের সহ-সভাপতি জানে আলম, ফরিদ, জলিল উদ্দিন, ইশরাত জাহান, এয়াকুব চেয়ারম্যান, মোঃ ফোরকান, নুরুল আমিন, মোঃ এনাম, এম এ হান্নান, মুন্না, ওয়াহেদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *