অবৈধভাবে বালু উত্তলন দুই লক্ষ টাকা জরিমানা প্রায় ৩ লক্ষ ঘনফুট বালু জব্দ।
প্রতিনিধি,লোহাগাড়া, চট্টগ্রাম।
সরকারি খাস জমিতে আইন অমান্য করে বালু উত্তলন করায় দুই লক্ষ টাকা অর্থ দন্ড ও দুই লক্ষ ষাট হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
১৭ই জানুয়ারী বিকাল ৩টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্তর্গত চরম্বা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড মাইজবিলা বাইগ্যাখোলা জামছড়া সংলগ্ন সরকারি খাসজমি হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় লোহাগাড়া উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট শরিফ উল্যাহ ভ্রাম্যমাণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোঃ তারেক(৩২), পিতা- শাহাব উদ্দিন, সাং লোহাগাড়াকে ২,০০,০০০/(দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে উত্তোলিত প্রায় ২ লক্ষ ৬০ হাজার ঘনফুট (৪ টি স্তুপে) বালু জব্দ করা হয়। অভিযানে লোহাগাড়া মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
মোহাম্মদ শরীফ উল্যাহ জানান গোপন সংবাদের ভিত্তিতে বালু উত্তলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করি। এই ধরনের ভ্রম্যমাণ আদালতের অভিযান জনস্বার্থে ও জনসচেতনতায় অব্যাহত থাকবে।