
অপরাধীর রক্তচক্ষু উপেক্ষা করে নির্ভয়ে কলম চালিয়ে যাওয়ার আহবান জানান, শাহজাহান চৌধুরী
আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম।
অপরাধী যেই দলেরেই হোক তাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে নির্ভয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জাতির সমানে তুলে ধরার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম মহানগরের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে জাতি সত্য মিথ্যা যাচাই করতে পারবে।
সংবাদ সংগ্রহ ও পরিবেশনে কেউ বাঁধ দিলে আমি আপনাদের সাথে থাকব।
সাতকানিয়া সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
২৫ ই মার্চ (মঙ্গলবার) বিকালে সাতকানিয়া কেরানীহাটে অবস্থিত সি ওয়াল্ড রিসোর্টে হলরুমে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী আমীর এডভোকেট আনওয়ারুল আলম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী।
এছাড়াও সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা ও সাতকানিয়া-লোহাগাড়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।