অনলাইনে জুয়া খেলতে গিয়ে বন্ধুর হাতে জাহেদ নামে এক যুবক খুন।
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
অনলাইনে জুয়া খেলার জন্য মধ্যে রাতে বাড়ি থেকে মোহাম্মদ জাহেদ(১৯)কে ডেকে নিল,সকালে লোহাগাড়া থানা পুলিশ উদ্ধার করল লাশ।
১৪ ই জানুয়ারী -২৫ ইং (মঙ্গলবার) সকালে উত্তর কলাউজান তরুন নিশান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মোঃ জাহেদ (১৯) চট্টগ্রামর লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের রবার ড্রাম এলাকার রসূলাবাদ পাড়ার কোরবান আলীর পুত্র সে পেশায় একজন ক্লাস মিস্ত্রি।
নিহতের বাবা কোরবান আলী জানান, আমার ছেলেকে ১৩ ই জানুয়ারী -২৪ ইং (সোমবার) দিবাগত রাত সাড়ে ১২ টার সময় তার বন্ধুরা অনলাইনে জুয়া খেলার জন্য (মোবাইলে বীট) বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রাতে বাড়িতে আর ফেরেনি সকালে তার লাশের খবর পাওয়া যায়।
নিহতের ফুফাতো ভাই মোঃ জিসান (২২) পিতা মো: জালাল বলেন, সকাল সাড়ে ৬ টার সময় রিকশার ড্রাইভার জাহেদের লাশ দেখতে পেয়ে আমাকে খবর দে পরে আমি নিহতের বাড়িতে খবর দিই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাউজান ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য বশিরুল আলম বলেন, হত্যা কান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানাচ্ছি।
এই বিষয়ে লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,লাশের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশি টিম পাঠিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি।লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মর্গে প্রেরণ করি। এই ঘটনায় জড়িত একজন কে আটক করা হয়েছে,সে জিজ্ঞেসাবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছে বর্তমান সে থানা হেফাজতে রয়েছে।