৫ বছরের সাজা এড়াতে ১০ বছর পলাতক, র্যাবের জালে ধরা
মো আরাফাত আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় শ্বশুর বাড়িতে আগুন লাগানোর মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রকিবুল হাসান মিন্টুকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭। দশ বছর পলাতক থাকার পর গত শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার রহমান নগর আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের ১১ জুন আনোয়ারা এলাকায় মধ্যরাতে আগুন দিয়ে শ্বশুর বাড়ি পুড়িয়ে দেয় রকিবুল হাসান। এ ঘটনায় আনোয়ারা থানায় রকিবুল হাসানকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দেয় সে। এই মামলায় রকিবুল হাসানকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ ১০ বছর পর সাজাপ্রাপ্ত আসামি রকিবুলকে গ্রেপ্তার করে আনোয়ারা থানায় হস্তান্তর করে র্যাব।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ জানান, আজ দুপুরে তকে আদালতে সোপর্দ করা হয়েছে।