স্বশস্ত্র সন্ত্রাসী কেএনএফ কর্তৃক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেনের মুক্তির দাবীতে থানচিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্বশস্ত্র সন্ত্রাসী কেএনএফ কর্তৃক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেনের মুক্তির দাবীতে থানচিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

এরশাদ চৌধুরীঃবান্দরবান জেলা প্রতিনিধি।
অদ্য শনিবার (২৫মার্চ) বিকাল ১১ঘটিকায় থানচি বাজারে হোটেল ডিসকভারির সামনে গত ১৭ মার্চ বান্দরবানের রুমা উপজেলায় সীমান্ত সড়কে কাজ করার সময় স্বশস্ত্র সন্ত্রাসী কেএনএফ কর্তৃক ২৬ ইন্জিনিয়ারিং এর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেনকে অপহরণের প্রতিবাদে মানববন্ধন পালন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান পার্বত্য জেলা শাখা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি আবুল কালাম, জেলার সাধারন সম্পাদক নাছির উদ্দীন ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল রানা ও বান্দরবান পৌরসভার সাধারন সম্পাদক এরশাদ চৌধুরী প্রমুখ।এসময় বক্তারা বলেন অনতিবিলম্বে অপহরনকৃত ২৬ ইন্জিনিয়ারিংএর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেনকে মুক্তি দিতে হবে। অন্যথায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *