সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও শিনিল গ্রুপ কর্তৃক ৫ টি নতুন পণ্যের উদ্বোধন
সিলেট বিশ্বনাথ প্রতিনিধি।
২২ মার্চ (বুধবার) সকাল ১১ টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এ শিনিল গ্রুপ কর্তৃক ৫ টি নতুন পণ্যের উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের কর্ণধার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা: শামীমা সুলতানার সভাপতিত্বে
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা: মোহাম্মদ আহসান হাবীব , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা: আবুল বাশার জুয়েল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিনিল গ্রুপের সিলেট এরিয়ার কর্মকর্তাবৃন্দ। প্রোডাক্ট প্রেজেন্টেশন দেন রিজিওনাল সেলস ম্যানেজার মীর মোহাম্মদ খালিকীন-নূর।
বক্তারা এমন একটি চমৎকার অনুষ্ঠানে আয়োজনের জন্য শিনিল গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কে ধন্যবাদ তাদের ব্যবসার সফলতা কামনা করেন। বাস্তবায়নে সার্বিক সহায়তা করার জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, বিশ্বনাথ এর প্রতি কৃতজ্ঞতা জানান।