সিরতা ইউনিয়নের জয় বাংলা বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল বিতরণ
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করছে মেসার্স উৎসব অঙ্গনের ডিলারঃ আমিনুল ইসলাম মিলন।
জানা গেছে, আজ সোমবার (১০ এপ্রিল ২০২৩) তারিখ সকাল ৯ টাকা থেকে শুরু করে মঙ্গলবার ও বুধবার বিকাল ৫টা পর্যন্ত সিরতা ইউনিয়নের জয় বাংলা বাজারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়।
এ বিষয়ে মেসার্স উৎসব অঙ্গনের ডিলারঃ আমিনুল ইসলাম মিলন বলেন, আমার এ বিতরণ কেন্দ্র থেকে প্রতিটি কার্ডে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি করে বিতরণ করে আসছি। এখানে আমি নিজে উপস্থিত থেকে চাল বিতরণ করি। কোন ধরনের কারচুপির সুযোগ নেই। গুদাম থেকে বস্তা যেভাবে আমাদের নিকট পাঠানো হয়, আমরা সেভাবেই বিতরণ করে থাকি।
ডিলারঃ আমিনুল ইসলাম মিলন আরো বলেন, আমি নিজে দাড়িয়ে থেকে প্রতিটি ৩০ কেজি চালের বস্তা ডিজিটাল মেশিন ধারা ওজন করে সঠিক নিয়মে হতদরিদ্রদের মাঝে বিতরণ করছি। সরেজমিনে গিয়ে দেখা যায় ডিলারঃ আমিনুল ইসলাম মিলন এর কথা কাজে মিল রয়েছে।