সাতকানিয়ায় কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

সাতকানিয়ায় কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

(বিশেষ প্রতিনিধি)

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে চট্টগ্রামে সাতকানিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।

বুধবার ( ২৪মে”২০২৩ইং ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিআরডিবির সভাপতি ও জেলা পরিষদের সম্মানিত সদস্য এরফানুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চট্টগ্রাম উপ-পরিচালক মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (পজীপ) বিআরডিবি সাতকানিয়া ভাস্কর প্রসাদ, সাতকানিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা কানিজ ফাতিমা, অতিরিক্ত পানী-সম্পদ কর্মকর্তা ডা: সালাহ উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা বিআরডিবি সাতকানিয়া সঞ্জীব সরকার, উপজেলা বিআরডিবি সহকারী কর্মকর্তা মোহাম্মদ নাছির সহ সভায় সমিতির সকল পরিচালক, কর্মকর্তা, সমবায়ী সদস্য, প্রাথমিক সমিতির প্রতিনিধিগণ সহ আরও অনেকেই।

এসময় অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *