সাতকানিয়ায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
রিপোর্ট -মিনহাজ বাঙালী
চট্টগ্রাম সাতকানিয়ায় ১০০০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ।গত শুক্রবার রাত ১. ৩০ মিনিটে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে খুনি বটতল এলাকা হতে মোহাম্মদ মনির হোসেন মহসিন (২২) নামক একজন কে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সাতকানিয়া থানায় কর্মরত (এস আই) জামাল হোসেন ও তার সঙ্গীয় ফোর্স । আটকৃত মাদক ব্যবসায়ী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৬নং ওয়ার্ডের দেশখাগুড়িয়া ছৈয়াল বাড়ীর মোঃ হেলাল উদ্দিনের ছেলে। উদ্ধার পূর্বক জব্দকৃত-১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নিয়ে সাতকানিয়া থানার মামলা নং- ১৩, তারিখ-১৮/০৮/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত।