লোহাগাড়া সমিতি,চট্টগ্রাম এর সহ-সভাপতি মনোনীত হলেন শিক্ষানুরাগী ফোরকান উল্লাহ চৌধুরী
বিশেষ প্রতিনিধি, মোহাম্মদ আব্বাস উদ্দীন (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ব্যবসায়ীদের নিয়ে গঠিত সংগঠন, লোহাগাড়া সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমিরাবাদের কৃতি সন্তান, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আশরাফ আলী চৌধুরীর দৌহিত্র,ইউনিটি এক্সসরিজ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও শিল্পপতি ফোরকান উল্লাহ চৌধুরী।
লোহাগাড়া সমিতি চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব মোঃ শফিক উদ্দিন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন ২১আগষ্ট সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
লোহাগাড়া সমিতি,চট্টগ্রাম এর নব নির্বাচিত সহ-সভাপতি শিল্পপতি ফোরকান উল্লাহ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়ার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।