লোহাগাড়ায় প্রবাসী হত্যার ঘটনায় আরো ১ জন ঘাতক আটক

লোহাগাড়ায় প্রবাসী হত্যার ঘটনায় আরো ১ জন ঘাতক আটক

জমির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা পহরচাঁন্দা এলাকায় প্রবাসী মনছুর আলী হত্যার ঘটনায় ৩৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

আটককৃত আসামি আইয়ুব আলী উপজেলার পুটিবিলা পহরচাঁন্দা পশ্চিম পাড়া মাহামুদুর রহমান প্রঃ কালা ধনের পুত্র।

গতকাল দিবাগত রাত দেড়টার দিকে লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান ও এসআই শরীফুল ইসলাম পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি টিম প্রবাসী মনসুর আলী প্রকাশ লেদুকে অপরহণের পর খুনের ঘটনায় প্রধান পরিকল্পনাকারী ভাড়াটে খুনি আইয়ুব আলীকে বান্দরবান জেলার লামা থানাধীন সরই ইউনিয়নের দূর্গম পাহাড়ী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায় , প্রবাসী মনসুর আলী প্রকাশ লেদুকে পুটিবিলা ইউনিয়নের ফকিরহাট এলাকা হতে অজ্ঞাতনামা অপহরণকারীরা অপহরণপূর্বক দূর্গম পাহাড়ীটিলা এলাকায় তার শশুর বাড়ীতে নিয়ে খুন করে । তার শাশুড়ি ছায়েরা খাতুন তার পরিবারের লোকজনসহ এক লাখ টাকার বিনিময়ে আইয়ুব আলীকে ভাড়া করে। আইয়ুব আলী অপর তিন জনকে ভাড়া করে প্রবাসী মনসুর আলীকে খুন করে তার শশুর বাড়ির পার্শ্বে মাটি চাপা দিয়ে রাখে। তার শাশুড়িকে আটকের পর আদালতে জবানবন্দিতে এসব তথ্য স্বীকার করেন।

তার শাশুড়ির জবানবন্দি মতে মনচুর আলীকে খুনের মূল পরিকল্পনাকারী আইয়ুবকে গতকাল রাতে থানা পুলিশ আটক করতে সক্ষম হয়েছি।

এছাড়া মামলার ঘটনায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *