লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার হিসেবে ডা. সেতু ভূষণ দাশের যোগদান

লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার হিসেবে ডা. সেতু ভূষণ দাশের যোগদান

লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি :

 

 

৩০ ই সেপ্টেম্বর -২৪ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রাণিসম্পদ অফিসার ডা. সেতু ভূসণ দাশ যোগদান করেন।
লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের অতিরিক্ত দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আক্তার তাকে দায়িত্ব হস্তান্তর করেন।

ডাঃ সেতু ভূষণ দাশ ইতি পূর্বে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রাণীসম্পদ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।২০১২ সালে ৩০ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে একই বৎসর চট্টগ্রাম বিভাগের সীতাকুন্ড উপজেলায় প্রাণিসম্পদ অফিসে ভিএস (ভেটেরিনারি সার্জন) হিসেবে যোগদান করেন।তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ১১ নং চন্দ্র ঘোনা কদমতলী ইউনিয়নে জন্ম গ্রহণ করেন।

ডা. সেতু ভূষণ দাশ বলেন, আমি লোহাগাড়ার জনগণের সেবা করার জন্য এসেছি।এই অঞ্চলের প্রতিটি খামারী যারা বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো সমৃদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে,তাদের সার্বক্ষণিক সেবা প্রদানের মাধ্যমে এই এলাকার খামারিদের মন জয় করা আমার প্রধান কাজ।তিনি অফিসের সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সরকারি নিয়ম অনুয়ায়ী আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *