লোহাগাড়া উপজেলা প্রশাসনের অভিযানে ২ লক্ষ ৬৫ হাজার ঘনফুট বালু জব্দ
আবুল কালাম আজাদ, (লোহাগাড়া) চট্টগ্রাম।
২৮ ফেব্রুয়ারী -২৪ ইং সারাদিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে ২ লক্ষ ৬৫ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ এনামুল হাছান ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।
যে সকল স্থানে অভিযান পরিচালনা করে তার মধ্যে, পদুয়ার ৯ নং ওয়ার্ড সেনার চর নামক স্থান হতে অবৈধভাবে উত্তোলিত ১০,৮০০ ঘনফুট বালু,পুটিবিলার হাসিনা ভিটা থেকে ৩৮,০০০ ঘনফুট,চুনতীর পানত্রিশা থেকে ৭,০০০ ঘনফুট, নলুয়ারবিল সড়াইয়া থেকে ২,১০,০০০ ঘনফুট বালু জব্দ করা হয়।এই সময় ঘটনা স্থলে কাউকে পাওয়া যাইনি।
উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট মুহাম্মদ এনামুল হাছান বলেন,পরিবেশ বিনষ্টকারী, মাটি ও বালু খেকোদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে
জব্দকৃত বালু দ্রুত বিধি মোতাবেক নিষ্পত্তি করা হবে।