লোহাগাড়া উপজেলায় সরকারী কর্মচারী কল্যাণ সংসদের আহবায়ক কমিটি গঠন: আহবায়ক কামরুল হুদা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় সরকারী ১৭টি দপ্তরে কর্মরত কর্মচারীদের নিয়ে উপজেলা সরকারী কর্মচারী কল্যাণ সংসদ নামক ১৩জন বিশিষ্ট একটি সংগঠনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কামরুল হুদাকে আহবায়ক মনোনীত করা হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য বিভাগের সোয়াইবুল হক সিকদার, মৎস্য অধিদপ্তরের মুহাম্মদ মুছা, শিক্ষা অধিদপ্তরের মুহাম্মদ কামাল, বিআরডি (পজীব) এর মুহাম্মদ জামালকে যুগ্ম-আহবায়ক এবং উপজেলা পিআইও অফিসের মুহাম্মদ শরীফ, ভূমি অফিসের আরফাত, সমাজসেবা অফিসের তারেকুল ইসলাম, নির্বাচন অফিসের এরফান, উপজেলা প্রকৌশলী অফিসের আবদুল করিম,সমবায় অফিসের মহিউদ্দিন, ইউএনও অফিসের মুহাম্মদ শফি, পরিবার পরিকল্পনা বিভাগের কামালকে সদস্য মনোনীত করা হয়। নবগঠিত কমিটির আহবায়ক কামরুল হুদা জানান, আমাকে নতুন কমিটির আহবায়ক মনোনীত করায় সংগঠনের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরে কর্মরত কর্মচারীদের কল্যাণে সংগঠনকে সুসংগঠিত করে এবং সকল সদস্যদের কল্যাণে কাজ করে যাবো এবং আগামী ৩ মাসের মধ্যে আরো সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো ইনশাআল্লাহ।