লোহাগাড়া আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আলহাজ্ব মুহাম্মদ ওমর আলী’র সাথে শুভেচ্ছা বিনিময়
লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মোহাম্মদ ওমর আলী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লোহাগাড়া আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিন।
লোহাগাড়া ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করায় লোহাগাড়া আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান লোহাগাড়া আইডিয়াল স্কুলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিন। সেসাথে শিক্ষার অগ্রগতি ও মান উন্নয়নের ক্ষেত্রে দুই প্রতিষ্ঠান একসাথে কাজ করার প্রত্যাশা করে আলহাজ্ব মোহাম্মদ ওমর আলী বলেন আমার স্বপ্ন সুশিক্ষিত নাগরিক সৃষ্টি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করা । লোহাগাড়া ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ ওমর আলী লোহাগাড়া আইডিয়াল স্কুলের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন এবং পড়ালেখার মান উন্নয়নে যথাযথ ভুমিকা পালন করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, কলামিস্ট মোহাম্মদ হোসেন, ব্যবসায়ী নুরুল ইসলাম, আইডিয়াল স্কুলের ক্যাশিয়ার মোহাম্মদ কপিল উদ্দিন, লোহাগাড়া আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আরফাত হোসাইন, মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।