লোহাগাড়ার ৪ টি স্পটে ন্যায্য মূল্যে ডিম বিক্রি শুরু
আবুল কালাম আজাদ, (লোহাগাড়া) চট্টগ্রাম।
দ্রব্য মূল্যের উর্ধ্বেগতিতে অস্বাভাবিক ভাবে বেড়েই চলেছে ডিমের দাম। কোন ভাবেই থামানো যাচ্ছে না এই নিত্য পন্য। সাধারণ জনগণের অতীব প্রয়োজনীয় এই ডিম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের পক্ষ থেকে বার বার নির্দেশনা দিলোও মানছে না অসাধু ব্যবসায়ীরা। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙাতে ন্যায্য মূল্যে ডিম বিক্রি করা হচ্ছে।১২ টি ডিমের দাম ১৩০ টাকা।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩১ ই অক্টোবর -২৪ (বৃহস্পতিবার)সকাল ১০টা থেকে ৪টি স্পটে এই ডিম বিক্রি শুরু হয়।
স্পট গুলো হচ্ছে,লোহাগাড়ার বটতলী স্টেশন।পদুয়া বাজার। ঠাকুর দিঘী বাজার। চুনতী বাজার।
লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের তত্ত্বাবধানে ও সাতকানিয়া-লোহাগাড়া মানবাধিকার ফাউন্ডেশনের সহযোগিতায় এই বিক্রি শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ এনামুল হাছান ও উপজেলা ভেটেরিনারি অফিসার ডা.সেতু ভূষণ দাশ জানান, যতদিন পর্যন্ত অসাধু ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙাতে পারব না ততদিন এই বিক্রি চলবে।