লোহাগাড়ার পদুয়ায় ব্যবসায়ীকে মারধর ও ৫০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে ২ ব্যক্তির বিরুদ্ধে

লোহাগাড়ার পদুয়ায় ব্যবসায়ীকে মারধর ও ৫০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে ২ ব্যক্তির বিরুদ্ধে

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া বাজারে কাচামাল ঢেঁড়স বিক্রি কে কেন্দ্র করে এক
ব্যবসায়ীকে মারধর ও কাচামালের বিক্রিত ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে ফেলার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

গত ১৮ তারিখ সোমবার রাত ১১টায়
লোহাগাড়া পদুয়া ইউনিয়ন এর পদুয়া তেওয়ারী হাট কাচা বাজার,শুটকির দোকান, আনোয়ারের আলুর আরত
সামনে এ ঘটনা ঘটে।

এ ভুক্তভোগী ব্যবসায়ী হলেন আমিরাবাদ ইউনিয়ন ৭নং ওর্য়াড এর পূর্ব হাজারবিঘা গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে মোহাম্মদ পারভেজ (৩০)। তিনি জমির উদ্দিন পিতা মোহাম্মদ মুসা গ্রাম-পদুয়া আলি সিকদার পাড়া ও একই ইউনিয়ন এর ৪নং ওর্য়াড় মালিপাড়ার মৃত সৈয়দ নুরের ছেলে মোহাম্মদ সোলাইমান দুইজনের নাম উল্লেখ করে লোহাগাড়া থানায় থানায় অভিযোগ করেন গত ১৯ তারিখ ।

অভিযোগ সূত্রে জানা যায় , মোহাম্মদ পারভেজ পদুয়া বাজারস্হ কাচামালের পাইকারি ব্যবসা করে। উপরোক্ত বিবাদীদ্বয়ও ব্যবসা করে পদুয়া বাজারে।কিন্তু মুল বিষয় হচ্ছে গত ১৬ তারিখ বিবাদীগন বাজারে ঢেঁড়স বিক্রি করে প্রতি কেজি ৮০ টাকা দামে। তবে ভুক্তভুগী মো:পারভেজ গত ১৭ তারিখ পদুয়া বাজারে ৪০ টাকা দামে ঢেঁড়স বিক্রি করে।এর পর হইতে উপরোক্ত বিবাদীদ্বয় পারভেজ এর সাথে ঢেঁড়স এর বেচাকেনা নিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করে।উক্ত বেচাকেনার বিরোধের জের ধরে গত ১৮ তারিখ সোমবার রাত ১১ টায় কৌশলে পারভেজ ফোন করে পদুয়া তেওয়ারী হাট কাচা বাজার,শুটকির দোকান, আনোয়ারের আলুর আরত সামনে নেয়। একপর্যায়ে বিবাদী গন তাকে দেখা মাত্র চোর চোর বলিয়া ডাক দেয়।এমনকি তারা ভুক্তভোগী পারভেজ কে পায়ের জুতা দিয়ে এলোপাতাড়ি মারে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ৫০ হাজার টাকা নিয়ে নেয় বলে অভিযোগ বিবরনীতে জানা যায়। এসময় মোহাম্মদ পারভেজ এর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি ও পদুয়া বাজারে ব্যবসা করিতে দিবে না বলে পালিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি জমির উদ্দিন এর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।এবং এখানে ঢেঁড়স বিক্রি নিয়ে কোন গঠনা হয় নাই বলে জানান তিনি।

এ ব্যাপারে লোহাগাড়া থানার এসআই মোহাম্মদ রায়হান বলেন, অভিযোগ পেয়ছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *