লোহাগাড়ায় অবৈধভাবে মাটির টফসয়েল কাটার দায়ে ১.৫০.০০০ (দেড় লক্ষ) টাকা অর্থদন্ড।
আবুল কালাম আজাদ, (লোহাগাড়া) চট্টগ্রাম।
অবৈধভাবে জমির উপরিভাগের মাটি রাতের আধারে আইন অমান্য করে কাটার দায়ে আব্দুল আলীম কে ১৫০০০০ টাকা অর্থদন্ড।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা কলাউজান ইউনিয়নের নেজামুদ্দিন মুন্সির পাড়ায় ১৭ জানুয়ারি ২৩ ইং রাত ১২ টায় রাতের আধারে আইন অমান্য করে টিলা ও ফসলি জমির উপরিভাগের মাটি কাটার অপরাধ করায় লোহাগাড়া উপজেলার সহকারী (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃশাহজাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এই সময় চরম্বা ইউনিয়নের ঘাটিয়ার পাড়া নুরুল ইসলামের পুত্র আব্দুল হালিম(৩২),ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১,৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া এ ধরণের বিধি বহির্ভূত কাজ আর করবে না মর্মে অংগীকার নামা প্রদান করেন।
উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট মোঃ শাহজাহান বলেন আইন অমান্য করে যারা অবৈধভাবে মাটি কাটবে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।