লোহাগাড়ায় ৮ মামলায় ২.৮০.০০০ টাকা জরিমানা ০৩ টি ডেম্পার আটক।
প্রতিনিধিঃ লোহাগাড়া, চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ২৭ ও ২৮ তারখি দুই দিনে ৮ টি মামলা, দুই লক্ষ আশি হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়। লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ শাহজাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থ দন্ড প্রদান করেন।
২৭ জানুয়ারি ২৩ ইং দিবাগত রাত বড়হাতিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অন্তর্গত চান্দির পাড়া এলাকায় রাতের আধারে ফসলি জমির মাটি কাটায় মোস্তাক আহমদ (৫৭) পিং খলিলুর রহমান ১ নং ওয়ার্ড, বড়হাতিয়া কে ৭০,০০০/- ( সত্তর হাজার টাকা) একই ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের অন্তর্গত হিন্দু পাড়া এলাকায় অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটায় মোঃ বেলাল উদ্দীন (৩৫) পিং শামসুল ইসলাম, জমিদার পাড়া,পশ্চিম কলাউজান কে ৫০,০০০/- ( পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয় এই সময় মাটি কাটার কাজে নিয়োজিত ৩ টি ডেম্পার গাড়ি আটক করা হয়। ২৮ জানুয়ারি ২৩ইং দিবাগত রাতে কলাউজান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অন্তর্গত মালি পাড়া এলাকায় পিএসবি ব্রিক ফিল্ডের পাশে টিলা ও কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে আইয়ুব আলী (৫৫), পিতা- মৃত আলতাফ মিয়া , গ্রাম- জোনাবি পাড়া,১ নং ওয়ার্ড, লোহাগাড়া সদর ইউনিয়ন কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোট ৩ টি মামলায় মোট ১,৭০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।
রেজিষ্ট্রেশন বিহীন গাড়ি চালানোর দায়ে সড়ক ক্ষতিগ্রস্ত করে পুটিবিলা ও কলাউজান ইউনিয়নের সড়কে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ জন কে ১.১০.০০০ টাকা আদায় করা হয়।
নির্বাহী মাজিস্ট্রেট মোঃ শাহজাহান জানান গোপন সংবাদের ভিত্তিতে এই সব অবৈধভাবে মাটির টফসয়েল কাটার কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।