লোহাগাড়ায় ৩৬ ঘন্টার ভিতরে ৩ টি বাইক এক্সিডেন্টে নিহত ৩ আহত ৪ জন
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় ২৪ও ২৫ জুলাই আলাদা ৩ টি বাইক দূর্ঘটনায় ৩ নিহত ৪ জন আহত হয় তার মধ্যে ২ জন মহাসড়কে অপর জন জেলা সড়কে।
২৫ জুলাই রাত ৮ টার সময় দরবেশ হাট ডিসি সড়কের সুখছড়ি দরবার শরীফের আগে (হ্যালিশ্শা পুল) এলাকায় এমচর হাট মুখি মোটার সাইকেলর ধাক্কায় ১ জন পথ চারি নিহত হয়, বাইক আরোহী ৩ জন আহত হয়, নিহত ব্যক্তির নাম আব্দুল মজিদ (৫৫) সে একজন দিন মজুর তার বাড়ি উপজেলা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মজিদার পাড়ায়।
আহতরা হলেন, সরওয়ার (২২), মিনহাজ (২২), মামুন (২৫), আহত তিন জনের বাড়ি উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মাঝের পাড়ায়।২৪ জুলাই সকাল ১০ টায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়নস্থ ওয়েটিং পার্ক সংলগ্ন চট্টগ্রাম মুখি যাত্রীবাহী চলন্ত একটি বাস কক্সবাজার মুখি মোটার সাইকেলকে ধাক্কা দিলে ঘটনা স্থলে বাইক আরোহী ২ জন গুরুতর আহত হয় আহত ব্যক্তিরা হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইব্রাহিম পুর যাত্রা বাড়ির বাসিন্দা মোহেনুর রহমান (২৮),অপর জন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাসিন্দা জুয়েল( ৩০)। মোহেনুর রহমানকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।
অপর দিকে ২৪ শে জুলাই সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন মডার্ন ক্লাবের সমানে কক্সবাজার মুখি ট্রাক আমিরাবাদ মুখি মোটার সাইকেলকে ধাক্কা দিলে ঘটনা স্থলে বাইক আরোহী নুর মোহাম্মদ (২৫)নিহত হয়, নিহত নুর মোহাম্মদ উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চৌকিদার পাড়ার বাসিন্দা।
এই ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান নিহত লাশ গুলো ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ,থানায় মামলা হয়েছে, ঘটনা স্থল থেকে গাড়ি গুলো জব্দ করা হয়েছে, আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।