লোহাগাড়ায় স্মার্ট ভূমি সপ্তাহ ২০২৩ ইং এর শুভ উদ্বোধন
আবুল কালাম আজাদ,(লোহাগাড়া) চট্টগ্রাম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত স্মার্ট ভূমি সপ্তাহ ২০২৩ ইং উপলক্ষে,
২২ ই মে সকাল ১০টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ভূমি অফিসে স্মার্ট ভূমি সপ্তাহ ২০২৩ ইং এর শুভ উদ্বোধন করেন,লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্ল্যাহ, এই সময় লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস শুক্কুর, লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
নির্বাহী অফিসার শরীফ উল্ল্যাহ বলেন, বর্তমান সরকার এনালগ থেকে ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম ডিজিটালে রুপান্তর করছে, তাই উপজেলার প্রতিটি নাগরিককে ভূমি সংক্রান্ত নিজের সকল তথ্য ভূমি অফিসের সহযোগিতায় অনলাইনে করার জন্য আহবান জানাচ্ছি।
অন্যদিকে ২১ ই মে বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান তার কার্যালয়ে উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দের সাথে প্রেস ব্রিফিং করেন,ব্রিফিংয়ে মোহাম্মদ শাহজাহান বলেন, মন্ত্রণালয় ঘোষিত ভূমি সপ্তাহ উপলক্ষে লোহাগাড়া ভূমি অফিস কর্তৃক ভূমি সেবা গ্রহীতাদের কে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করা হবে। যে সেবা গুলো প্রদান করা হবে,১.ই- নাম জারীর আবেদন প্রক্রিয়া,২. অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য রেজিষ্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম,৩. ডাকযোগে ভূমি সেবা- মৌজা ম্যাপ প্রাপ্তি,৪. অভিযোগ জানাতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কে জানাতে,৫. ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি,৬. করণিকা ভূল সংশোধন সংক্রান্ত,৭. মিচ মামলা সংক্রান্ত।