লোহাগাড়ায় সেনেরহাট বাজারে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি ইজারাদারদের

লোহাগাড়ায় সেনেরহাট বাজারে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি ইজারাদারদের

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট বাজার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার অভিযোগ উঠেছে স্থানীয় ইজারাদার ও ব্যবসায়িদের।

খোঁজ নিযে জানা গেছে গত শুক্রবার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেনেরহাট বাজারে সরেজমিনে গেলে তারা এই দাবি জানান এবং একটি প্রভাবশালী মহল বাজারে সরকারি জায়গার কিছুঅংশ অবৈধভাবে দখল করে রাখায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ইজারাদার প্রকৃত ব্যবসায়িরা।

বাজার কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুর রহিম জানান, বড়হাতিয়া মৌজা, বিএস. ১নং খাস খতিয়ান ২৯০৭ দাগের ০.৭০ একর জমির বাজার শ্রেণিভুক্ত। যা সর্বসাধারণের ব্যবহারযোগ্য। কিন্তু বাজারে সরকারি প্লাটফর্ম অবৈধভাবে দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী মহল। তাদেরকে দখলমুক্ত করে দিতে বার বার তাগিদ দিলেও তারা আইনের তোয়াক্কা করেনা। অথচ সরকারি প্লাটফর্ম সর্বসাধারণের জন্য অতিব জরুরী বলে জানান।

এ ব্যাপারে সেনেরহাট বাজার ব্যবসায়ী সমিতি ও ইজারাদারদের পক্ষে তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন।উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান’কে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, সেনেরহাট বাজারের বি.এস. ২৯০৭ দাগের ভূমি চিহ্নিত অংশে অবৈধ স্থাপনা স্থিত আছে। তাই পেরিফেরি (চৌহদ্দি) অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। অনুমোদনের পর অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উক্ত অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধপূর্বক সুপারিশ করেছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া।

জানা যায় যে, ১০ লাখ ১ হাজার টাকা রাজস্ব দিয়ে সরকারি বিধিমোতাবেক সেনেরহাট বাজার ব্যবসায়ি সমিতির নামে ‘সেনেরহাট বাজার’ ইজারা নেয়া হয়। ইজারা নেয়া বাজার বড়হাতিয়া মৌজার বিএস ১ নম্বর খাস খতিয়ানে ২৯০৭ দাগে অবস্থিত। কিন্তু উক্ত দাগে কিছু প্রভাবশালী মহল অবৈধভাবে দখল পূর্বক স্থাপনা নির্মাণ করেছেন। যাহা সর্বসাধারণের জন্য খুবই সমস্যার সৃষ্টি করেছে। তাই ইজাদাররা প্রকাশ্যে প্রতিবাদ করতে না পারলেও প্রশাসনকে অবহিত করেছিলেন। এরপরেও সেনেরহাট বাজারে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি। এ বাজারে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সাপ্তাহিক বাজার ও খোলা বাজার বসে। কিন্তু কিছু ব্যক্তিমালিকানায় গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এতে ইজারাদার ও প্রকৃত ব্যবসায়িরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।

স্হানীয়দের দাবী প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন মাধ্যমে তাগিদ দেওয়া হয়
অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের। তবে কোনো উদ্যোগই গ্রহণ করেননি বরং তারা বহাল তবিয়তে আছে এবং পাশাপাশি স্থাপনা প্রসার করেছে প্রভাবশালী মহল।স্হানীয়রা মনে করেন সেনেরহাট এলাকায় উচ্ছেদ অভিযান কবে নাগাদ শুরু হবে এটাই দেখার বিষয়।
তারা মনে করেন ঐতিহ্যবাহী সেনেরহাট বাজারের সৌন্দর্য্য ফিরিয়ে আনতে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ পূর্বক সরকারি জায়গা দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক রানা জানান, অভিযোগের পর উপজেলা ভূমি অফিস থেকে জায়গা পরিমাপের জন্য একজন সার্ভেয়ার নিয়োগ দেন।পাশাপাশি আরও দুই জন সরকারি আমিন ছিল। তারা পরিমাপ করার পর সরকারি খাস জায়গায় ২৯০৭ দাগে কিছুঅংশ অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের সত্যতা পাওয়া পেয়েছে । এদিকে, বাজারের জন্য নির্ধারিত স্থানের কিছুঅংশ অবৈধভাবে দখল করে রাখায় বাজারে আসা বিক্রেতাদের জায়গা দিতে পারছেন না ইজারাদার। যার ফলে ইজারাদার সরকারকে দেয়া রাজস্বও আদায় করতে পারবেন কিনা শংকায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *