লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী নিহত।

জমির উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া
উপজেলার পল্লী বিদ্যুৎ কার্যালয় এলাকায় মর্ডাণ ক্লাব কমিউনিটি সেন্টার সংলগ্ন আরকান সড়কে ফের সড়ক দূর্ঘটনায় জনৈক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

২৪ জুলাই সন্ধ্যা ৭ টার দিকে সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। নিহতের নাম নুর মোহাম্মদ (২৫)। তিনি পদুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চৌকিদার পাড়ার নুরুল আলমের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই রুহুল আমিন ও স্থানীয় ইউপি মেম্বার নজরুল ইসলাম বাবুল। নিহত নুর মোহাম্মদ পেশায় একজন বিষ্কুট কোম্পানীর বিক্রয় প্রতিনিধি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বাইক আরোহী ঘটনার সময় বাইক যোগে লোহাগাড়া ষ্টেশনের দিকে আসছিলেন। একই সময় বিপরীতমুখী অর্থাৎ ক·বাজার অভিমুখী একটি ট্রাক দ্রুত গতিতে এসে বাইক আরোহীকে ধাক্কা দিলে নিহত গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। প্রত্যেক্ষদর্শীরা জানান, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। এরপর ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বটতলী মোটর ষ্টেশনস্থ একটি বেসরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে দূর্ঘটনায় কবলিত মোটর সাইকেল ও নিহতের পকেটে থাকা মানিব্যাগটি ও কে বা কারা নিয়ে গেছে বলে জানান নিহতের স্বজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *