লোহাগাড়ায় শ্রমিকলীগের অবস্থান কর্মসূচী ও শান্তি মিছিল

লোহাগাড়ায় শ্রমিকলীগের অবস্থান কর্মসূচী ও শান্তি মিছিল

জমির উদ্দিন, লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়া শ্রমিকলীগের অবস্থান কর্মসূচী ও শান্তি মিছিল।
সারাদেশে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও অযৌক্তিক অবরোধ কর্মসূচির প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ৪ টার দিকে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নুরুল হক নুনুর নেতৃত্বে বটতলী মোটর স্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেছে।

এই কর্মসূচী ও শান্তি মিছিলে সৌদি আরব জেদ্দার বঙ্গবন্ধু পরিষদ আল-জাহারা শাখার সভাপতি হোসেন মোহাম্মদ রুবেল, উপজেলা যুবলীগের নেতা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বোরহান সোবহান, আওয়ামী লীগ নেতা ওসমান,শ্রমিকলীগ নেতা মোহাম্মদ এরশাদ সহ,আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নুরুল হক নুনু বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বিএনপি’র নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইতিমধ্যে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। বিএনপি নেতাকর্মীদের কোন ষড়যন্ত্র করতে দেয়া হবে না। যেখানে ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিবাদ করা হবে।লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগ রাজপথে আছে রাজপথে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *