লোহাগাড়ায় ফুটবল একাডেমির আত্মপ্রকাশে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

লোহাগাড়ায় ফুটবল একাডেমির আত্মপ্রকাশে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

জমির উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

গ্রামীণ জনপদে ফুটবল খেলাকে আরো জনপ্রিয় করে তুলতে এলাকার ফুটবল ভক্তদের আনন্দ দানের জন্য নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করেছে লোহাগাড়া ফুটবল একাডেমি।

২৪ জুন সকালে এ উপলক্ষে উপজেলা পাবলিক হলে লোহাগাড়া ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উল্যাহ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। আইআইইউসির ক্রীড়া শিক্ষক মোঃ সেলিম ও কায়ছার হামিদের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে রক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ সাইফুল ইসলাম, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, লোহাগাড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস.কে সামশুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক শাহাব উদ্দীন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক ছরওয়ার কোম্পানী, বিশিষ্ট ব্যবসায়ী এম এ আজিজ, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার মহিলা সম্পাদিকা স্বপ্না দেবী, মাস্টার নাছির উদ্দীন, মোঃ আইয়ুব, মোঃ আলমগীর, মোঃ মনচুর আলী, মোঃ দিদার, চিশতি, মোজাফ্ফর, জিয়াউর রহমান, কুতুব উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠান শেষে শহীদুল ইসলাম ও ইসলাম তৌহিদকে সম্মাননা ক্রেস্ট ও উপস্থিতিদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। একই অনুষ্ঠানে লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে মোঃ জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে মোজাফ্ফর আহমদের নাম ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউর হক চৌধুরী বাবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *