লোহাগাড়ায় ট্রাকের চাপায় প্রাণ গেল ১ শিশুর

লোহাগাড়ায় ট্রাকের চাপায় প্রাণ গেল ১ শিশুর

জমির উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া
তৈলবাহী ট্রাকের চাপায় ঘটনাস্হলে বিকাশ বিশ্বাস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিকাশ বিশ্বাস সুখছড়ী চুনতী পাড়ার শীমুল বিশ্বাসের পুত্র।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নিহত বিকাশ বিশ্বাস বাবার সাথে স্হানীয় বাজারে যাবার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী তৈলবাহী লরি চাপা দেয়৷ এতে ঘটনাস্থলে প্রাণ যায় শিশু বিকাশের।

স্হানীয়দের অভিযোগ, উপজেলার প্রায় সব উপসড়কে বেপরোয়াভাবে চলাচল করে তেলবাহী ট্রাক।ফলে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বেপরোয়া এসব তৈলবাহী ট্রাকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ ইরফান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গাড়ীটি থানা হেফাজতে নেওয়া হয়েছে৷ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ক্যাপশনঃলোহাগাড়ায় তৈলবাহী ট্রাকের
চাপায় নিহত শিশুর মা-বাবার আহাজারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *