লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা বোরহান সোবহান এর নেতৃত্বে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল
জমির উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
জামায়াত বিএনপির হরতাল নৈরাজ্য ও পুলিশ কর্মকর্তা হত্যা এবং টানা অবরোধ এর প্রতিবাদে ওবাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচীর আলোকে চট্টগ্রাম
সাতকানিয়া- লোহাগাড়ার সংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভী ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজার নিদের্শনায় লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মো:বোরহান সোবহানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে
বটতলী মোটর স্টেশনের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশটি শৃঙ্খল ভাবে শেষ হয়।
এ সময় লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মো:বোরহান সোবহান পুলিশ কর্মকর্তা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং হরতাল-অবরোধের মতো জনস্বার্থ বিরোধী জামায়াত বিএনপির সন্ত্রাস নৈরাজ্য মোকাবেলয় রাজপথে থাকার ঘোষনা দেন।
এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিল বিভিন্ন ইউনিয়ন ,স্কুল, কলেজ ও ওয়ার্ড ছাত্রলীগের অনেক নেতাকর্মী বৃন্দ।