নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক সংলগ্ন আধুনগর স্টেশনে ৯ ই সেপ্টেম্বর ভোর ৫ টায় ইউসুফ মার্কেটে আগুন লেগে ৬ টি দোকান পুড়ে ব্যাপক কয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় চার লক্ষ টাকা। আগুনে পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে,কুলিং কর্ণার,ইলেকট্রনিকের দোকান ঔষধের ফার্মেসী, সেলুন,অফিস, মাল রাখার গোডাউন।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্তর্গত আধুনগর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে।
ঘটনার প্রতক্ষদর্শী ছিদ্দিক আহমেদ জানান,আমি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হওয়ার সময় দোকানের উপর আগুনের ধোঁয়া দেখতে পাই। লোহাগাড়া ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব ইনস্পেক্টর জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে।