লোহাগাড়ায় ঘাতকের আঘাতে নিহত জাহেদ, এতিম হল দুই শিশু সন্তান, স্বামী হারা স্ত্রী।

লোহাগাড়ায় ঘাতকের আঘাতে নিহত জাহেদ এতিম হল দুই শিশু সন্তান, স্বামী হারা স্ত্রী।

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

জায়গা জমির বিরোধের জের ধরে প্রবাস ফেরত দুই শিশু সন্তানের জনক আবু জাহেদ কে হারুনের নেতৃত্বে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে অবশেষে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাসপাতালের বেড়ে শেষ নিঃশেষ ত্যাগ করেন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সাতগড় নয়া পাড়ায় হালকুল ব্রিজের উপর ৩০ ডিসেম্বর রাত ৯য় টায় আবু জাহেদের সাথে একই এলাকার মোঃ হারনের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মৃত আব্দুল আলমের ছেলে মোহাম্মদ হারুন ও মোঃ জাহেদ সহ ৭/৮ জন মিলে লাঠি সেঠা দা-চুরি দিয়ে মাথায় ও পিঠে আঘাত করে, মাথায় মারাত্মকভাবে আঘাতে রক্তপাত হয়। আহত অবস্থায় জাহেদ কে পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ৪ দিন মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসা ধীন থাকা অবস্থায় ২ তারিখ মৃত্যু বরণ করেন।

আবু জাহেদের স্ত্রী উর্মি সাদিয়া জানান ২ শিশু সন্তান প্রতিনিয়ত তারা বাবাকে খোঁজে সারাক্ষণ কান্নাকাটি করে আমি কোথায় থেকে তাদের বাবাকে এনেদিব। তিনি আরো বলেন যারা আামাকে বিধবা করেছে সন্তানদের এতিম করেছে আমি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই ভবিষ্যতে কোন সন্তানকে এতিম হতে না হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান এই ধরনের ঘটনা অত্যান্ত দুঃখ জনক ইতিমধ্যে মামলার ৩ নং আসামি কে গ্রেফতার করা হয়েছে বাকী আসামিদের গ্রেফতার করার জন্য সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *