লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি.

চট্টগ্রামের লোহাগাড়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স হল রুমে এ সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শরীফ উল্যাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান, উপজেলা আনসার ও প্রতিরক্ষা কর্মকর্তা ফয়েজুন্নেছা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোহেল চৌধুরী।

লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগরসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা প্রধানগন,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ সাংবাদিকসহ অন্যানারা উপস্থিত ছিলেন।

সভায় বটতলী মোটর স্টেশনে যানজট নিরসনে গৃহীত পদক্ষেপ এবং ঈদুল আযহা কে সামনে রেখে কোরবানী পশুর হাটে চাঁদাবাজি ও গরু চুরি বিরুদ্ধে সোচ্ছারসহ
নানা বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *