লোহাগাড়ায় অপহরণের ১৪ দিন পর প্রবাসীর গলিত লাশ উদ্ধার করল থানা পুলিশ, আটক ৩
নিজস্ব প্রতিবেদক।
১৪ মার্চ সকাল ১১ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পুটিবিলায় ১৪ দিন ধরে নিখোঁজ প্রবাসী মনছুর আলী (২৭) দুবাই ফেরত ব্যক্তির গলিত মরদেহ একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড পহরচান্দাঁ ছোট ধলিবিলা হাসনা ভিটার পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে ও ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান,২ মার্চ রাত ৮ টা ৪০ মিনিটে পুটিবিলা ইউনিয়নের ফকিরহাট এলাকা হতে অজ্ঞাতনামা ৪/৫ জন লোক সিএনজি যোগে মনছুর আলীকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণ কারীকে উদ্ধার ও ঘটনার কারণ অনুসন্ধান করে জানতে পারি। আর্থিক লেনদেন, অনৈতিক সম্পর্কের সন্দেহ ও পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে শশুর বাড়ীর লোকজনের সাথে মনছুর আলীর বিরোধ চলছিল। তাই মনছুর আলীর স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে পাওয়া তথ্য মতে ১৪ মার্চ একই এলাকার পাহাড়ি এলাকা হাসিনা ভিটা য় অভিযান পরিচালনা করলে মাটির মধ্যে পুতে রাখা গলিত অবস্থায় লাশটি পাওয়া যায়। নিহতের ভাই খোরশেদ আলম লাশটি শনাক্ত করেন। অপহরণের সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে বাকীদের দ্রুত আটক করা হবে।
অভিযানের নেতৃত্বদেন, সাতকানিয়া সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানের তত্বাবধানে, ওসি আতিকুর রহমান নেতৃত্ব তার সঙ্গীয় ফোর্স।