লামায় গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-৮

লামায় গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-৮

(বিশেষ প্রতিনিধি)

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে জায়গা ও গাছ কাটা জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ওসমান গণি নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের গুরুত্বর আহত হন আরও ৮জন।

১৬ মে (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে ইউনিয়নের হাছিনা ভিটার নেইচ্চার ঝিরি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওসমাণ গণি নেইচ্ছার ঝিরি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে বলে জানা যায়। আহত ব্যক্তি হলেন- একই পরিবারের মো. আব্দুর রহমান, আকবর আহমদ, আব্দুর জব্বার ও মো. মোজাহিদ। আহত বাকী ৪জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওসমান ও কবির আহমদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কবির আহমদ গং ঐ জায়গা থেকে গাছ কাটতে গেলে ওসমান গণি গং বাধা দেই। এতে দুই পক্ষের মধ্যে সংষর্ঘ সৃষ্টি হয়। সংঘর্ষের এক পর্যায়ে মোঃ ওসমান গণি নিহত হয়। একই ঘটনায় আরও ৪জন গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওসমান গনিকে মৃত ঘোষনা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসার শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানী বলেন, বৃহস্পতিবার দুুপুরে কবির আহমদরা গাছ কাটতে গেলে ওসমাণ গণিরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান গণি হাসপাতালে নেওয়ার পথে মারা যান এবং উভয় পক্ষের ৭-৮জন আহত হন।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, সরই ইউনিয়নে জমি ও গাছ কাটার বিষয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওসমান গণি নামের একজন মারা গেছেন। আহত হয়েছেন ৭-৮ জন। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *