রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন

রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন।

এরশাদ চৌধুরীঃবান্দরবান জেলা প্রতিনিধি।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও বান্দরবান জেলার রুমা উপজেলার রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে রোজাদার দের জন্য মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।অদ্য বৃহস্পতিবার (৩০ মার্চ)রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হুজাইফা জানান- প্রতি বছরের ন্যায় এবছরও ১ম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত সকল শ্রেণীর মানুষের জন্য রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এবং উক্ত ইফতার মাহফিলে দৈনন্দিন প্রায় শতাধিক লোক একই কাতারে অংশগ্রহণ করে ইফতার করে থাকেন। যাদের মধ্যে রয়েছেন সকল শ্রেণীর শ্রমজীবি, শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ীসহ দৈনন্দিন রোজাদারগণ। সেই সাথে প্রত্যেকদিন ইফতারের পূর্বে বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
তাছাড়া উক্ত মাসব্যাপী ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা করে থাকেন রুমা উপজেলার সামাজিক সংগঠন মুসলিম ঐক্য পরিষদের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *