যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে দূর্ঘটনা, কে নিবে এর দায়?
রিপোর্ট – মিনহাজ বাঙালী
চট্টগ্রাম সাতকানিয়া রাস্তার মাথা হতে সাতকানিয়া কলেজ পর্যন্ত হাজারো লোকের যাতায়াতে পথ হল এই রাস্তাটি। এরি সাথে এই পথে চলা চল করে শত শত আটো রিক্সা ইঞ্জিল চালিত যান বহন ও এস এস পরিক্ষার্থী সহ স্থানীয় লোকজন। শনিবার ভোর হতে ঘূর্ণি ঝড় মোখার প্রবনাতায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হলে বৃষ্টির কারণে পুরো রাস্তাটি দূর্ঘটনা প্রবনাতায় রুপ নে। এর মূল কারণ হল রাতের অন্ধকারে কিছু অসাধু মাটি ব্যাবসায়ীরা এই রাস্তাটি দিয়ে মাটি বহনকারী যান চলাচল করান যার প্রতিফলে গাড়ি হতে মাটি পড়ে পুরো রাস্তাটি বিপদ জনক হয়ে পড়ে এবং যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে দূর্ঘটনা। এক দিকে মানুষ ঘূর্ণিঝড় মোখা এর আতঙ্কে অন্য দিকে চলাচলের পথ মহাবিপদে। প্রশাসনের দৃষ্টিআকর্শন করে জনতা।