মুক্তিযোদ্ধা আবদুল ওহাব চৌধুরীর ৪২ তম মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধা আবদুল ওহাব চৌধুরীর ৪২ তম মৃত্যুবার্ষিকী আজ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত রাজনীতিবিদ আবদুল ওহাব চৌধুরীর ৪২ তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার ১৩ নভেম্বর।তিনি ১৯৮১ সালের ১৩ নভেম্বর শুক্রবার মৃত্যু বরণ করেন।

 

মুক্তিযোদ্ধা আবদুল ওহাব চৌধুরী ১৯৪১ সালের ১৪ ডিসেম্বর আনোয়ারা উপজেলাস্থ শিলাইগড়ার ঐতিহ্যবাহী থানাদার বাড়িতে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি ও ব্যবসার পাশাপাশি বিভিন্ন সমাজসেবা ও শিক্ষামূলক ও ধর্মীয় কাজের সাথে জড়িত ছিলেন তিনি।

 

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের গ্রামের বাড়িতে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা আবদুল ওহাব চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় অসহায়, দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে মুক্তিযোদ্ধা আবদুল ওহাব চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *