মির্জাখীল আনোয়ারে রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় বিদায় এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মির্জাখীল আনোয়ারে রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় বিদায় এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
মোঃ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি:–
সাতকানিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মির্জাখীল আনোয়ারে রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী, দুজন শিক্ষকের (অবসর, পদোন্নতি জনিত) বিদায় এবং বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিল ২৬ এপ্রিল, ২০২৩ তারিখে
মাওলানা মোহাম্মদ শাহেদের সভাপতিত্বে সম্পন্ন হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ আবু ছৈয়দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাখীলের কৃতি সন্তান, সাপ্তাহিক চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জননেতা নুরুল আবছার চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন, বিদায়ী শিক্ষকদের শূন্যতা অপূরণীয়। তবুও তাদের নিয়মতান্ত্রিকতার আলোকে দেয়া বিদায় পরবর্তী জীবনের সফলতা কামনা করেন। বিদায়ী পরিক্ষার্থীদের জন্য দোয়া এবং ভালো ফলাফলের আশা ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন, কাজী ছৈয়দ আহমদ। আরো বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মাওলানা আহমদ শফি, মাওলানা মুহাম্মদ ইউনুছ।

সকাল এগারোটায় শুরু হওয়া অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ সোহরাব হোসাইন। নাতে রাসুল সঃ পরিবেশন করেন মুহাম্মদ আদিলে রব্বানী। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহকারী মোলভী জনাব মাওলানা মুহাম্মদ রেজাউল করিম, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নবম শ্রেণির ছাত্রী নার্গিস আক্তার, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ আশহাদুল করিম। মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী মাসরুবা বিনতে কুতুব, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মুহাম্মদ শাহেদ। মুনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদ শফি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *