মান্দা উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মান্দা উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম.এ মতিন।

এসময় নওগাঁ জেলা মহিলা দলের সভাপতি সীমা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ মো. ইকরামুল বারী টিপু, মান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শ্রী মনোজিৎ কুমার সরকার,জেলা মহিলা দলের সহ-সভাপতি রওশন জাহান,আমেনা বেগম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন ইসলাম,সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, মহিলা নেত্রী লায়লা আরজুমান বানু,আসমা ইসলাম,বিলকিস আরা লাকি,নারগিস জাহান এবং জামিলা আক্তার ফেন্সি প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে এম.এ মতিন বলেন,মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং মানুষের জীবনের নিরাপত্তা রক্ষার জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ জাতীয়বাদী দল যে আন্দোলন সংগ্রামে রয়েছে । সেই আন্দোলনের চূড়ান্ত রূপ দেয়ার জন্য আগামী দিনে কঠোর কর্মসূচি প্রস্তুতি গ্রহণ করেছে। সেই কর্মসূচির মাধ্যমে আমরা অবৈধ সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার অধিকার প্রতিষ্ঠা করবো।

উল্লেখ্য, দীর্ঘ ২৩ বছর পর মান্দা উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

তারিখঃ ১৭-০৩-২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *