মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে স্ক্র্যাপ কাঠের স্তূপে হঠাৎ আগুন

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে স্ক্র্যাপ কাঠের স্তূপে হঠাৎ আগুন

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালীর উপজেলায় অবস্থিত মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকায় কাঠের স্তূপে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৮ জুলাই) দুপুর ১১টার দিকে কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার হেলিপেডের পাশে রাখা স্ক্র্যাপের স্তূপে আগুল লাগলে, প্রকল্প এলাকায় কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মাঝে আতংক সৃষ্টি হয় ৷ স্তূপটি গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তূপে বলে জানা যায়। আগুণের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি ৷

আগুন নিয়ন্ত্রণ আনতে কয়লাবিদ্যুৎ সিকিউরিটি টিম ও মহেশখালী-চকরিয়ার দুইটি ফায়ার সার্ভিস আগুন লাগার চারঘন্টা পরে পৌছেনি। চকরিয়া ও মহেশখালী পৌরসভা মাতারবাড়ীর দূরত্ব ও যাতায়াতের রোড অতিরিক্ত খারাপ হওয়ায় আজ বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি।

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ উদ্দিন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কিছু অব্যবহারযোগ্য কাঠে আগুন ধরেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রকল্পের সিকিউরিটি ও ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে আগুনে নিয়ন্ত্রণে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *