মাতারবাড়ীতে শ্বশুর-জামায় মিলে মসজিদের জমি বিক্রি করে ২কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মাতারবাড়ীতে শ্বশুর-জামায় মিলে মসজিদের জমি বিক্রি করে ২কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ১৯১০ সালে প্রতিষ্ঠিত ভোলার বর জামে মসজিদে স্থানীয় চেয়ারম্যান স্বাক্ষর জাল করে অবৈধভাবে মোতওয়াল্লী হয়ে মসজিদের জমি বিক্রী করে ২কোটি টা আত্মসাতের প্রতিবাদে স্থানীয় মুসল্লিদের সংবাদ সম্মেলন৷

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমার নামাজের শেষে মসজিদে মুসল্লিরা মসজিদ মাঠে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সম্মেলন আয়োজন করেন ৷

সূত্র জানায়, মাতারবাড়ীর পশ্চিমে এস আলম কোম্পানীর ৫০০ একর জমি ক্রয়ের মধ্যে অবৈধ মোতওয়াল্লী গোলাম কুদ্দুস ও তার জামায় ক্রয় বিক্রয়ের এজেন্ট আব্দুল গফুরের সহযোগিতায় ওয়াকফ্ স্টেটের ভোঁয়া দলিল সাম্মিট করে জমি বিক্রয়ের পায়তারা করছে বলে সংবাদ সম্মেলনে দাবী করেন মসজিদের নিয়মিত মুসল্লিরা ৷

প্রবীণ মুসল্লী জাকের হোছাইন(৬১) , বাদশা মিয়া (৬৩), ছকি আলম(৬৫), উকিল আহমদ (৭০), মোস্তাক আহমদ(৪৫) সাংবাদিকদের সাথে কথা বলেন ৷ তারা স্থানীয় চেয়ারম্যান আবু হাইদারকে ধন্যবাদ জানিয়ে মসজিদের নানান দিক তুলে ধরে বলেন, আমাদের বাপ দাদা এ মসজিদে নামাজ পড়ে আসছেন, আমরাও এ মসজিদের নিয়মিত মুসল্লি ৷ কিন্তু দালাল আবদু গফুর ও তার শ্বশুর মসজিদের কোন মুল্লিদের সাথে পরামর্শ না করে গোপনে চেয়ারম্যান-মেম্বারের স্বাক্ষর জাল করে মসজিদের কমিটি সত্যায়িত করে ওয়াকফ্ স্টেট অফিসের অনুমতি নিয়ে জমি বিক্রী করতে ফাইল সাম্মিট করতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা প্রমানসহকারে ধরি৷ চেয়ারম্যান সাহেবকে আমরা বলেছি ওনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের লিখিত দিয়েছেন ৷ আমরা মসদিদের মুসল্লি হয়ে তার শাস্তি কামনা করছি ৷ তাদের শাস্তি আমরা প্রশাসন থেকে চাই ৷

মসজিদের ইমাম মওলানা ফারুক বলেন, চুল পরিমাণ মসজিদের হক কারো কাছে থাকলে তার আহার-জাহান উভয় ধ্বংস, তার পরিবারের প্রজন্ম ধ্বংস হওয়ার সম্ভবনা, যা পরিষ্কার লিপিবদ্ধ ইসলামে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *