মহেশখালীতে মাদক মামলায় উদ্ধারকৃত আলামত ধ্বংস

মহেশখালীতে মাদক মামলায় উদ্ধারকৃত আলামত ধ্বংস

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মহেশখালী থানার ওসি’র উপস্থিতে আলামতগুলো ধ্বংস করা হয় ৷

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় পুরাতন আদালত ভবন মাঠে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌয়েব উদ্দিন খান ও মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তীর উপস্থিতিতে মদ, কারেন্ট জাল, মদক তৈরির ছোট বড় ড্রাম, বড় ডেক্সি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ৷

২০২১ সাল থেকে এপর্যন্ত থানার মামলা ১৫টি, নৌ পুলিশের মামলা ৩টি সর্বমোট ১৮ মামলার জব্দকৃত মামলার অবৈধ তৈরী মদ ২৭১৫লিটার, ওয়াস ৪৫০০লিটার, মাদক তৈরীর বিভিন্ন উপকরণসহ কারেন্ট জাল, মদক তৈরির ছোট বড় ড্রাম, বড় ডেক্সি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ৷

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, গত তিন বছরের জব্দকৃত অবৈধ মাদক, কারেন্ট জাল ও বিভিন্ন সরঞ্জাম আমরা ধ্বংস করে দিয়েছি ৷ সরকার কতৃক মাদকের জিরো টলারেন্স নীতি অনুস্মরণ করে আমরা নিয়মিত উদ্ধার অভিযান অব্যহত রেখেছি ৷ মাদক কারবারীরা সতর্ক হয়ে যান ৷ জনগণকে অনুরোধ করব আপনাদের পাশে কারা অবৈধ মাদক তৈরী করছে তাদের তথ্য দিন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *