মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেফতার

মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেফতার

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: সম্প্রতি উপজেলার মাতারবাড়ী-কালারমারছড়ার চালিয়াতলী সড়কে ছিনতাই বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ধারাখাল ব্রিজের উত্তরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একজন আসামিকে ধারালো দা সহ হাতেনাতে গ্রেফতার হয়। তার সঙ্গীয় অন্যান্য আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

শনিবার (২৫ মার্চ) দিবাগত রাত ১ঃ০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতে প্রস্ততি নিচ্ছে খবর পেয়ে মাতারবাড়ী- চালিয়াতলী সড়কে পুলিশের অভিযানে ২জন ডাকাত সদস্য গ্রেফতার ৷

গ্রেফতারকৃত আসামী হল কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা দরগাঘোনা গ্রামের মৃত আলী মিয়ার পুত্র এনামুল হক (২০), তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পালিয়ে যাওয়া অন্যান্যদের মধ্যে জুয়েল, রিদওয়ান, রুবেল, রিফাত সহ আরো অজ্ঞাত নামা চার-পাঁচজনদের মোবাইলের সংবাদ প্রদানের মাধ্যমে পুলিশ টহলের গতিবিধি ইত্যাদি পর্যবেক্ষণ করে সংবাদ দিয়া ডাকাত দলের সদস্য নলবিলার মৃত নুর মোহাম্মদের পুত্র মিজানুর রহমান রুবেল (৩০) সবাইকে জড়ো করে, এই প্রক্রিয়ায় দীর্ঘদিন তারা ডাকাতি এবং ছিনতাই করে উক্ত সড়কে ৷ পরবর্তীতে রাত্র ৩ ঘটিকার সময় ডাকাত সদস্য এনামুল হকের সনাক্তে অভিযান চালিয়ে আরেক সদস্য রুবেলকে আটক করতে সক্ষম হয় ৷

মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, উক্ত আটকৃত ডাকাতের দলের সদস্যসহ আরো ৬ জনকে এজেহার নামীয় এবং অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতির মামলা রেকর্ড করা হইয়াছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার করার ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *